1. dainikbanglanews01@gmail.com : https://www.dainik-banglanews.online/ https://www.dainik-banglanews.online/ : https://www.dainik-banglanews.online/ https://www.dainik-banglanews.online/
  2. info@www.dainik-banglanews.online : দৈনিক বাংলা খবর :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনিয়মিত ঘুম, সতর্ক করছেন চিকিৎসকরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান ১৩ বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন ২৭ এ‌প্রিল সন্তান বিক্রি করে মোবাইল, অলংকার কিনলেন মা! ৪ দিন ভারি বৃষ্টির আভাস, সতর্কতামূলক পরামর্শ দিলো আবহাওয়া অফিস ড. ইউনূসকে বিএনপি আপনার ওপর আস্থা রাখতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার ও ৬ লেনে উন্নীত করার নির্দেশনা ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের সাক্ষাৎ ঢাকায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি, স্বস্তি নগরবাসীর আজ থেকে ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ

নতুন ছাত্রসংগঠন ঘোষণা, হাতাহাতিতে আহত কয়েক শিক্ষার্থী

বাংলা খবর ডেক্স
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর আত্মপ্রকাশকে ঘিরে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে তৈরি করা নতুন ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’ এর আত্মপ্রকাশকে ঘিরে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে সংবাদ সম্মেলনের শুরু থেকে শেষ করা পর্যন্ত থেকেই দফায় দফায় সংঘর্ষে লিপ্ত হন নেতাকর্মীরা। এতে তিনজন শিক্ষার্থী কিছুটা আহত হয়েছেন।

আহতরা হলেন- আকিবুল হোসেন (ঢাবি, কবি জসীমউদ্দিন হল, ১৮-১৯ সেশন), রিয়াজ উদ্দিন (ঢাবি, সূর্যসেন হল, ইসলামিক ইতিহাস বিভাগ) ও সুহাস আলী মিশু (একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী)।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে ঘটনার সূত্রপাত হয়। পরে কলাভবনের সামনে, মলচত্বর এলাকা ও কেন্দ্রীয় পাঠাগারের সামনে কয়েক দফা হাতাহাতি হয়।

সরজমিনে দেখা যায়, বিকেল ৩টায় সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হলেও পৌনে ৪টার দিকে একদল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সেখানে উপস্থিত হয়ে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলে স্লোগান দিতে থাকে। এছাড়া, আরেক দল শিক্ষার্থীকে আন্দোলনের অন্যতম নেতা রিফাত রশিদকে নতুন সংগঠনের কোনো পদ না দেওয়ায় তারা বিক্ষোভ শুরু করেন।

এ সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা একসঙ্গে লড়াই করেছি। এ দেশের জন্য আমরা কী করেছি সেটা মানুষ জানে। কিন্তু তারা আমাদের বাদ দিয়ে ঢাবিকেন্দ্রিক একটা কমিটি দিয়েছে। যা আমরা কখনো মানবো না।’

পরে সাড়ে ৪টার দিকে ডাকসু ভবন থেকে মিছিলসহ মধুর ক্যান্টিনে প্রবেশ করে নতুন সংগঠনের নাম ঘোষণাকারী সমন্বয়করা। এ সময় মধুর ক্যান্টিনের বাইরে স্লোগান দিচ্ছিলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিছুক্ষণ পর তারা চলে গেলেও, সংগঠনের নাম ঘোষণা শুরু হলে তারা আবার ফিরে আসেন এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ে।

প্রথমে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষার্থী কিল-ঘুষির চেষ্টা করেন, এরপর হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে সমন্বয়করা মধুর ক্যান্টিনের ভেতরে প্রবেশ করলেও, তাদের পিছু নিয়ে সেখানে প্রবেশ করেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এরপর সংগঠন ঘোষণা ও হাতাহাতি ঘটে। হাতাহাতির মধ্যেই আবু বাকের মজুমদার নতুন সংগঠনের নাম ও কমিটির সদস্যদের ঘোষণা করেন। এরপর তারা মিছিল নিয়ে মধুর ক্যান্টিন থেকে বের হওয়ার পর থেকে দফায় দফায় হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাবি শাখার মূখ্য সংগঠক হাসিবুল ইসলাম বলেন, ‘আমরা ছাত্রসংগঠন আত্মপ্রকাশের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে একটা ইতিবাচক প্রতিযোগিতা লক্ষ্য করেছি। আমরা এ বিষয়টিকে ইতিবাচকভাবে নিচ্ছি। এরকম ইতিবাচক দৃষ্টিভঙ্গি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© দৈনিক বাংলা খবর
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট