1. dainikbanglanews01@gmail.com : https://www.dainik-banglanews.online/ https://www.dainik-banglanews.online/ : https://www.dainik-banglanews.online/ https://www.dainik-banglanews.online/
  2. info@www.dainik-banglanews.online : দৈনিক বাংলা খবর :
বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি অনিয়মিত ঘুম, সতর্ক করছেন চিকিৎসকরা বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে: পাকিস্তান ১৩ বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছেন ২৭ এ‌প্রিল সন্তান বিক্রি করে মোবাইল, অলংকার কিনলেন মা! ৪ দিন ভারি বৃষ্টির আভাস, সতর্কতামূলক পরামর্শ দিলো আবহাওয়া অফিস ড. ইউনূসকে বিএনপি আপনার ওপর আস্থা রাখতে চাই, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংস্কার ও ৬ লেনে উন্নীত করার নির্দেশনা ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে এনসিপির নেতাদের সাক্ষাৎ ঢাকায় কালবৈশাখীর সঙ্গে বৃষ্টি, স্বস্তি নগরবাসীর আজ থেকে ৫৮ দিন সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ

ভাঙচুর-মারামারিতে ‘ইত্যাদি’ অনুষ্ঠান বন্ধ

বাংলা খবর ডেক্স
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৮৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে ভাঙচুর ও মারামারি ঘটনা ঘটেছে। পরে অনুষ্ঠান বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার রাজবাড়ীতে অনুষ্ঠানস্থলে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষের প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয়। কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে স্থগিত করে। এরপর অনুষ্ঠান শুরু করলে আবারও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে ব্যর্থ হয়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত।

এদিকে এমন পরিস্থিতির জন্য দর্শকরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছেন।

‘ইত্যাদি’ অনুষ্ঠানে যাওয়া মাসুদ আলম বলেন, আমি ইত্যাদি অনুষ্ঠানে প্রবেশের পাস নিয়ে যাই। তারপরও ঢুকতে অনেক কষ্ট হয়েছে। প্রথম থেকেই কোনো নিয়ম-শৃঙ্খলা ছিল না। এটা কর্তৃপক্ষের অব্যবস্থাপনার জন্যই হয়েছে।

দর্শক সোহেল রানা বলেন, অনুষ্ঠানে অনেক মানুষ হবে, এমন ধারণা আগেই ছিল। তারপরেও যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়নি। এটা তাদের ব্যর্থতা। এছাড়া এত অল্প জায়গাতে এমন অনুষ্ঠান করা ঠিক হয়নি।

অনুষ্ঠান বন্ধের ঘোষণায় ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© দৈনিক বাংলা খবর
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট